সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
![সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু](https://cdn.risingbd.com/media/imgAll/2025January/cse-logo-2409011122-2501290700.jpg)
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ১০ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে বলে সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন বন্ডটির নাম “10Y BGTB22/01/2035”। সিএসইতে বন্ডটির লেনদেন কোড “TB10Y0135” এবং সিএসইতে স্ক্রিপ্ট কোড “50293”।
‘এ’ ক্যাটাগরিতে সিএসইর ডেট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৩৫ সালের ২২ জানুয়ারি শেষ হবে। এ বন্ডের প্রতি ইউনিটের দাম ১০০.৩১৩৮ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১ হাজারটি করে। এ বন্ড ১২.০৮ শতাংশ হারে বছরে দুই বার কুপন দেবে।
ঢাকা/এনটি/রফিক