ঢাকা     মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৬ ১৪৩১

৬ কোম্পানির অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২৯ জানুয়ারি ২০২৫  
৬ কোম্পানির অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রন্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

কোম্পানিগুলো হলো- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স, কুইন সাউথ টেক্সটাইল, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এবং আর্গন ডেনিমস।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৪ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.১৩ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ৭.৬৯ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩০ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.২৮ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ৭.১৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকায়।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট: কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.১২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫১ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.৬১ টাকা বা ১২০ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৫৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৮৭ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.৬৯ টাকা বা ৭৯ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮.৪৭ টাকায়।

ইস্টার্ন লুব্রিকেন্ট:  কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১.৪৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৩০ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৮.১৬ টাকা বা ২৪৭ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭.৫৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৫.৪৭ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১২.১২ টাকা বা ২২২ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮.৪৬ টাকায়।

কুইন সাউথ টেক্সটাইল: কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০৫ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০৭ টাকা বা ১৪০ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১১ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০৮ টাকা বা ৭৩ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৮১ টাকায়।

ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৫ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০৬ টাকা বা ৪০ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫০ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ৬ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৩৩ টাকায়।

আর্গন ডেনিমস: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.১৪ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.৪৩ টাকা বা ৩০৭.১৪ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৩ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.৫৯ টাকা বা ১৩৭.২১ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৯১ টাকায়।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়