ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৫  
সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নাম হবে “এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড"।

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করার অনুমোদন দিয়েছে এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ। গত ৩০ জানুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি জানিয়েছে, এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড নামের এ সহযোগী প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।

এছাড়া এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেডের ৮৫ শতাংশ শেয়ারের মালিকানায় থাকবে এসিআই লিমিটেড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যত তাড়াতাড়ি সম্ভব এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ঢাকা/এনটি/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়