ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

৪৫০ কোটি টাকা ব্যয়ে ১৫টি ফ্লোর কিনবে এমটিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫  
৪৫০ কোটি টাকা ব্যয়ে ১৫টি ফ্লোর কিনবে এমটিবি

৪৫০ কোটি টাকা ব্যয়ে বানিজ্যিক ভবনের ১৫টি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ব্যাংকটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

তথ্য মতে, রাজধানীর গুলশানে সদ্য নির্মিত একটি ২১ তলা বিশিষ্ট ভবনের ১ তলা থেকে ১৫ তলা পর্যন্ত ক্রয় করবে ব্যাংকটি। ফ্লোরগুলো ক্রয় করতে ব্যাংকটির খরচ পরবে ৪৫০ কোটি ১ হাজার ৮৩০ টাকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই ফ্লোর ক্রয় সম্পন্ন করবে ব্যাংকটির কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়