রূপালী ইন্স্যুরেন্সে নতুন চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে মোস্তফা কামরুস সোবহানকে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় তাকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে।
তথ্য মতে, মোস্তফা কামরুস সোবহান কোম্পানিটির সদ্যপ্রয়াত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের স্থলাভিষিক্ত হয়েছেন।
মোস্তফা সোবহান একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, উদ্যোক্তা এবং বীমা, শিক্ষা, বস্ত্র ও তৈরি পোশাক শিল্পসহ নানা খাতে অভিজ্ঞতার অধিকারী। বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা/এনটি/টিপু