ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

সামিট পাওয়ারের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩৭ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৩ মার্চ ২০২৫  
সামিট পাওয়ারের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩৭ শতাংশ

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪), দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩৭ শতাংশ।

রবিবার (২৩ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৯ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১.২৫ টাকা।

এদিকে, কোম্পানিটির কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৮২ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৩২ টাকা বা ৩৯ শতাংশ।

চলতি অর্থবছরের অর্ধবার্ষিক বা ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৭১ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৬৪ টাকা বা ৩৭ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৮৮ টাকায়।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়