ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতনে সপ্তাহ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২৩ মার্চ ২০২৫  
পুঁজিবাজারে সূচকের পতনে সপ্তাহ শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ মার্চ) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন, ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৩টি কোম্পানির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

এদিন ডিএসইতে মোট ৪২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৭.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৩২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫২১ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৯৩ পয়েন্ট বেড়ে ৯৪২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৫.৫৯ পয়েন্ট বেড়েছে ১১ হাজার ৯৬৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৩টি কোম্পানির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত আছে ২১টির।

দিনশেষে সিএসইতে ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়