১৫ লাখ শেয়ার কিনলেন স্কয়ার ফার্মার এমডি

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
রবিবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করেছেন এই ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে তিনি গত ৪ মার্চ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
ঢাকা/এনটি/ইভা