রেনাটার বন্ড ও প্রেফারেন্স শেয়ারে আবেদনের সময় বেড়েছে

পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির নন-কনভার্টেবল, ফুললি রিডামবল, জিরো কুপন বন্ড এবং প্রেফারেন্স শেয়ারের আবেদনের সময় বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেষবারের মতো কোম্পানিটির বন্ডটিতে আবেদন গ্রহণের সময় ৬ মাস এবং প্রেফারেন্স শেয়ারে আবেদন গ্রহণের সময় ৩ মাস বাড়িয়েছে।
গত মঙ্গলবার (২৫ মার্চ) বিএসইসির ৯৪৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রেনাটা পিএলসির ৬৬০ কোটি ১৫ লাখ টাকার সিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি রিডামবল, জিরো কুপন বন্ড ইস্যু করবে। কমিশন বন্ডটিতে আবেদন গ্রহণের সময় শেষবারের মত ছয় মাস বৃদ্ধি করেছে। উক্ত বন্ডের সম্মতি পত্রের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
এদিকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোম্পানিটির ৩৫০ কোটি টাকার অনুমোদিত রিডামবল, কিউমুলেটিভ, নন-কনভার্টেবল এবং নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার (অগ্রাধিকার মূলক) ইস্যু করবে। কমিশন কোম্পানিটির শেয়ারে আবেদন গ্রহণের জন্য শেষবারের মত তিন মাস সময় বৃদ্ধি করেছে। উক্ত অগ্রাধিকার শেয়ারের সম্মতিপত্রের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
ঢাকা/এনটি/ইভা