প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির একজন পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
বুধবার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, প্রাইম ব্যাংকের পরিচালক আজম জে চৌধুরী ৮৫ লাখ শেয়ার তার ছেলে তানভির এ চৌধুরীর (কোম্পানির মনোনীত পরিচালক) কাছে হস্তান্তর সম্পন্ন করেছেন। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেছেন এই উদ্যোক্তা পরিচালক।
এর আগে গত ২৭ মার্চ ব্যাংকটির পরিচালক আজম জে চৌধুরী ৮৫ লাখ শেয়ার তার ছেলে তানভির এ চৌধুরীর কাছে হস্তান্তর করার ঘোষণা দেন। ২৫ মার্চের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা সম্পন্ন হবে বলেও তিনি জানান।
ঢাকা/এনটি/ইভা