ঢাকা     মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৬ ১৪৩২

২ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৫ এপ্রিল ২০২৫  
২ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। মঙ্গবার (১৫ এপ্রিল) থেকে ডিএসই ও সিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘02Y BGTB 09/04/2027’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ''TB2Y0427'' এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- "88533"। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- 'TB2Y0427'' এবং সিএসইতে ট্রেডিং আইডি- "50299"।

আরো পড়ুন:

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৭ সালের ৯ এপ্রিল শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৪১৭৪ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.১৮ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়