ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দেশ বরেণ্য অর্থনীতিবিদদের মিলনমেলা চবিতে

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ৫ মার্চ ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশ বরেণ্য অর্থনীতিবিদদের মিলনমেলা চবিতে

অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসবে বর্ণিল সাজে চবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশ বরেণ্য অর্থনীতিবিদদের মিলনমেলা বসতে যাচ্ছে। চবি প্রতিষ্ঠার সময়ে চালু হওয়া অর্থনীতি বিভাগের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব। এই উৎসবে সারা দেশ থেকে অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সুবর্ণ জয়ন্তী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবাহান। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ফজলে কবির, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ। এ ছাড়া উৎসবে যোগ দেবেন ইউজিসি অধ্যাপক ড. মইনুল ইসলাম ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

সুবর্ণ জয়ন্তী আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যার একটি ছিল অর্থনীতি বিভাগ। শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগটির সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন করা হচ্ছে। অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অয়োজন থাকছে। বিভাগের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় কন্ঠশিল্পীদের পরিবেশনা এবং চট্টগ্রামের ব্যান্ড দল ‘সোলস’ এর পরিবেশনায় দিনব্যাপী মুখর থাকবে ক্যাম্পাস।

 

 

 


রাইজিংবিডি/চট্টগ্রাম/৫ মার্চ ২০১৬/রেজাউল/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়