ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাত কলেজের শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুমকি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাত কলেজের শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক : বিদ্যমান সব সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা দাবি আদায়ে আগামী ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেবেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলন করা হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, সময়মতো পরীক্ষা না নেওয়া, রেজাল্ট প্রকাশে সাত থেকে আট মাস বিলম্ব করা, বিনা নোটিশে নতুন নিয়ম কার্যকর, একই বিষয়ে গণহারে ফেল, খাতার সঠিক মূল্যায়ন না হওয়া, সিলেবাস-বহির্ভূত প্রশ্নপদ্ধতিসহ নানা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষকে জানানোর পরও এ সমস্যার সমাধান হয়নি। ঢাবি কর্তৃপক্ষ বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তার ফল পাচ্ছেন না শিক্ষার্থীরা। তাদের সংকট ক্রমেই বাড়ছে।


রাইজিংবিডি/ঢাকা/৬ জুলাই ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়