ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘টর্চার সেল থাকলে এক ঘণ্টায় ব্যবস্থা‘

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘টর্চার সেল থাকলে এক ঘণ্টায় ব্যবস্থা‘

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, ‘আবাসিক হলসমূহে টর্চার সেল জাতীয় কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না। থাকলে এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবে প্রশাসন।’

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংবাদিক সংগঠন ইবি প্রেসক্লাবের সাথে এক সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, 'বুয়েটের ঘটনার পর হল প্রশাসনের ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কথা চিন্তা করে কর্তৃপক্ষ আরো জোরালো নীতিমালা গ্রহণ করবে। আবাসিক হলে মেধাভিত্তিতে সিট বণ্টন করা হয়। যেখানে অছাত্র, বহিরাগত, সন্ত্রাসী ঢোকার কোনো সুযোগ নেই। ’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে মাস্টার্সের পরীক্ষা শেষে এক শিক্ষার্থীকে ১৫ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ছাত্রলীগ বা অন্য যে সংগঠনই হোক যারা বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য এবং অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদেরকে অপরাধী হিসেবেই গণ্য করা হবে। কোনো রাজনৈতিক কাঠামো দিয়ে তাদের বাঁচানোর সুযোগ নেই।'

উপাচার্য আরো বলেন, 'বুয়েটে যেটি ঘটেছে সেটি কোনো ছাত্র রাজনীতি নয়। এটি বিশুদ্ধ সহিংসতা। আর বিশ্ববিদ্যালয়ের স্বার্থকেন্দ্রীক ছাত্র রাজনীতির দরকার। তাই ক্যাম্পাসে শুদ্ধাচারের ছাত্র রাজনীতি কাম্য।'

ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের দ্বিধা-বিভক্ত হয়ে অস্ত্র নিয়ে মহড়া দেয়ার বিষয়ে তিনি বলেন, 'ক্যাম্পাসে এরকম ঘটনার প্রেক্ষিতে অ‌্যাডিশনাল এসপির নেতৃত্বে আমরা হলের সন্দেহজনক সকল রুমে রেইড দিয়েছি। কেননা যে কোনো অপরাধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জিরো টলারেন্স।'


ইসলামী বিশ্ববিদ্যালয়/নাহিদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়