ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চবি ছাত্রীদের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চবি ছাত্রীদের অবস্থান কর্মসূচি

উদ্বোধনের চার বছরেও আসন বরাদ্দ না পেয়ে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

রোববার চবির শেখ হাসিনা হলে সংযুক্তিপ্রাপ্ত ছাত্রীরা হলের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা জানান, ২০১৫ সালের অক্টোবরে শেখ হাসিনা হল উদ্বোধনের পর সে বছর থেকেই ছাত্রীদের সংযুক্তি প্রদান শুরু হয়। এরপর থেকে চার বছর ধরে শুধু সংযুক্তিই দিয়ে যাচ্ছে, কিন্তু আসন বরাদ্দের ক্ষেত্রে বরাবরই উদাসীন প্রশাসন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এ বছর আন্দোলনের মুখে প্রশাসন আসন বরাদ্দের ফরম দিলেও সাক্ষাৎকারের তারিখ পিছাতে থাকে। জুলাইয়ে এসে তারিখ স্থগিত করা হলে আবারো আন্দোলনের মুখে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর সাক্ষাৎকার নেয় প্রশাসন। তারপর প্রায় একমাস কেটে গেলেও সাক্ষাৎকারের ফলাফল দেয়া হয়নি। প্রশাসনের এজন্য দুই দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হচ্ছে-

আগামী ১৪ অক্টোবরের মধ্যে হলের সাক্ষাৎকারের ফলাফল প্রদান করতে হবে। ২০ অক্টোবরের মধ্যে যার যার বরাদ্দকৃত বৈধ সিটে উঠার নির্দেশ প্রদানপূর্বক নোটিশ দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্টের সাথে এ বিষয়ে কথা হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে ছাত্রীদের আসন বরাদ্দের তালিকা দেয়া হবে। ৫ নভেম্বরের মধ্যে তাদের হলে উঠার নোটিশ দেয়া হবে।


চবি/জারিফ খন্দকার/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়