ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বুয়েটে আবরারের নামে চত্বর হবে?

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুয়েটে আবরারের নামে চত্বর হবে?

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, র‌্যাগিং বন্ধে কার্যকর উদ্যোগসহ ১০ দফা দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। বুয়েট ক্যাম্পাসে আবরারের নামে চত্বর করারও দাবি রয়েছে শিক্ষার্থীদের। 

আন্দোলনকারীদের কয়েকজন বলেছেন, আমরা অবশ্যই চাই, আবরারের নামে একটি চত্বর করা হোক। যাতে ভবিষ্যতে শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে এবং সচেতন হতে পারে।

আন্দোলনের সমন্বয়কদের একজন জুনায়েদ আহমেদ বলেন, আবরারের নামে একটি চত্বর হলে ভালো হয়।

আরেক শিক্ষার্থী জানান, ইতোমধ্যে বিষয়টি নিয়ে হলের অ্যালামনাইয়ের একজন প্রস্তাব করেছেন।

ঢাকা/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়