ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ লীগ অনুষ্ঠিত

বিশ্ববিদ‌্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১০, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ লীগ অনুষ্ঠিত

রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী দেশের বৃহত্তম ভাষা উৎসব ‘ল্যাঙ্গুয়েজ লীগ’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ‌্যালয়ের ইংরেজি এবং মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগ এই ভাষা উৎসব আয়োজন করে।

১৮ এবং ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

ল্যাঙ্গুয়েজ লীগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইংরেজি, বাংলা ও চীনা ভাষার বিভিন্ন প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে কবিতা লেখা ও আবৃত্তি, বানান শুদ্ধিকরণ, স্ক্রিপ্ট লেখা, গল্প লেখা, দলগত কুইজ, দেয়াল পত্রিকা, যোগ-বিয়োগ, এনাগ্রাম, সংক্ষিপ্ত গল্প বলা, উপস্থিত বক্তৃতা, পপ কালচার কুইজ ও চায়নিজ অক্ষর লেখা ইত্যাদি অন্যতম।

একপর্যায়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক মেহেদি হাসান বলেন, ‘এই ভাষা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আরো সচেতন হবে। ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ভাষার উপর আগ্রহ সৃষ্টি এবং ভাষা বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এই ল্যাঙ্গুয়েজ লীগের মূল উদ্দেশ্য।’ 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ‌্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।



এনএসইউ/খালিদ সাইফুল্লাহ্/হাকিম মাহি

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়