ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

বুয়েট ভর্তি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার আবরারের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৫, ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুয়েট ভর্তি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার আবরারের

২০১৯-২০ সেশনের বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র কাজী আবরার মাহমুদ স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) শীর্ষ স্থান অধিকার করেছেন।

নটর ডেম কলেজের ছাত্র অমিয় কৃষ্ণমূর্ত্তি সাহা স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) দ্বিতীয় স্থান অধিকার করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এস. এম. যুবায়ের স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) তৃতীয় স্থান অধিকার করেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এতে উত্তীর্ণ হয় ১ হাজার ৬৫০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ হাজার ১৬১ জন। আসন সংখ্যা ১ হাজার ৬০টি।

ফলাফলে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫৫ জন আর অপেক্ষমাণ তালিকায় আছেন ৯৫ জন। প্রকৌশল বিষয়ক বিভিন্ন বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য ১ হাজার পাঁচ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ৪৯৫ জন।

আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১৩ নভেম্বর বিকেল সাড়ে চারটার মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় থাকা এসব শিক্ষার্থীকে  বুয়েটের ওয়েবসাইটে () বিভাগ নির্বাচন বা পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।


ঢাকা/ইয়ামিন/জেনিস 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়