ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

‘সন্ত্রাস রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ছাত্রলীগ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সন্ত্রাস রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ছাত্রলীগ’

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মিজানুর রহমান মিজানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংলগ্ন শহীদ মিজান স্মৃতি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগ নেতারা।

এ সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘শহীদ মিজানুর রহমান মিজান ১৯৯১ সালে ২৭ অক্টোবর সন্ত্রাসবিরোধী মিছিলে ছাত্রদলের সন্ত্রাসীদের গুলিতে আহত হন। পরে তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ অক্টোবর তিনি মারা যান।’ 

তিনি বলেন, ‘শহীদ মিজানুর রহমানের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ এ দিনকে শহীদ মিজান দিবস হিসেবে পালন করে। তার স্মৃতিকে স্মরণ করে আমরা একটি সুন্দর সমৃদ্ধ সোনার বাংলা গড়তে দীপ্ত অঙ্গীকারাবদ্ধ। আমরা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

 

ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ