ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

বোরহানুদ্দীনে অনিয়ম নিয়ে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বোরহানুদ্দীনে অনিয়ম নিয়ে তদন্ত কমিটি

রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের পরিচালনা সংক্রান্ত নানা অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় এ তদন্ত কমিটি গঠন করে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডীনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য ও সদস্য সচিব হলেন যথাক্রমে উপ-রেজিস্ট্রার (পরিষদ) জয়ন্ত ভট্টাচার্য্য, উপ-রেজিস্ট্রার (আইন) মো. সিদ্দিকুর রহমান।

কলেজের অধ্যক্ষ আবদুর রহমান বলেন, ‘অভিযোগ রয়েছে একক সিদ্ধান্তে কলেজের জন্য জমি কেনার নামে অর্থ হাতিয়ে নেয়া, শিক্ষকদের সঙ্গে অকারণে খারাপ আচরণ করা, বিভিন্ন অজুহাতে কলেজের ফান্ড থেকে অর্থ হাতিয়ে নেয়া, এফডিআর করাসহ নানা অনিয়ম করছেন গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. হারুনর রশীদ খান।’

অন‌্যদিকে, কলেজের গভর্নিং বডির সভাপতি মো. হারুনর রশীদ খান বলেন, ‘জমি কেনায় কোনো অনিয়ম হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হচ্ছে। এ পর্যন্ত নানাভাবে কলেজের ফান্ড থেকে প্রায় ৫০ লাখ টাকা অপচয় করেছেন অধ্যক্ষ আবদুর রহমান। নিজের বাড়িতে থেকেও ৪৫ হাজার টাকা বাসাভাড়া হিসেবে গ্রহণ, একটি গাড়ির জন্য দুজন চালক ও মাসিক ৩০ হাজার টাকার তেল বাবদ গ্রহণ করেন অধ‌্যক্ষ। অথচ অডিটে মাসিকের পরিবর্তে বাৎসরিক ৩০ হাজার হিসেবে গ্রহণের মিথ্যা তথ্য দেয়া হয়েছে।’

এ ব্যাপারে অধ্যক্ষ বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের খরচ বাবদ ৫ লাখ টাকা নেয়া হয়েছে। যেটা কলেজের অফিস গ্রহণ করেছে। সেই টাকা পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করা শিক্ষকদের মধ্যে নিয়ম অনুযায়ী বণ্টন করা হয়েছে।’

গাড়ির জ্বালানির বিষয়ে অধ‌্যক্ষ বলেন, ‘গাড়িটি কলেজের সব কাজে ব্যবহার হয়। তাকে কেবল ওই গাড়িতে আনা-নেয়া করা হয়। এর বেশি কোনো কাজে ব্যবহার হয় না। তাই খরচটা কলেজের কাজেই হয়ে থাকে।’

বাড়িভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী অন্য শিক্ষক-কর্মচারীদের মতোই ভাতা নিই।’

সভাপতি বলেন, ‘আমি গভর্নিং বডির সভাপতি হওয়ার পর থেকে কলেজের যেকোনো কাজে দুর্নীতি কমেছে। এ কারণে অসাধুচক্র আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।’

অন্যদিকে কলেজের অধ্যক্ষ আবদুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে যে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে, সেগুলো ভিত্তিহীন। কলেজে যা কিছু হয়েছে সভাপতি সে বিষয়ে সম্পূর্ণ অবগত আছেন।’


ঢাকা/ইয়ামিন/জেনিস 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়