ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নির্দেশ প্রত্যাখ্যান করে জাবিতে মিছিল-সমাবেশ

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্দেশ প্রত্যাখ্যান করে জাবিতে মিছিল-সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নির্দেশ প্রত্যাখ্যান করে মিছিল করছেন আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা।

বৃহস্পতিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’-এ জমায়েত হন।

পরে সেখান থেকে তারা মিছিল বের করে ক্যাম্পাসের কয়েকটি রাস্তা ঘুরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে এসে দাঁড়ান।

এসময় তারা উপাচার্যের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

এছাড়া সন্ধ্যায় উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতিবাদী কনসার্টের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ আল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে মিছিল সমাবেশ অবৈধ। এ কারণে যদি ক্যাম্পাসে কোন খারাপ পরিস্থিতি তৈরি হয় তাহলে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

 

সাভার/সাব্বির/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়