ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুহেলের সফল অস্ত্রোপচার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৫, ২৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুহেলের সফল অস্ত্রোপচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) হামলার ঘটনায় গুরুতর আহত এ পি এম সুহেলের মাথায় সফল অস্ত্রোপচার হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মেডিকেলের সার্জারি বিভাগে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্চা কেন্দ্র) রাখা হয়েছে।

বুধবার সকালে হামলার ঘটনায় গঠিত মেডিক্যাল বোডের্র চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে সার্জারি বিভাগে তার মাথায় অস্ত্রোপচার হয়। এরপরই তাকে আইসিইউতে রাখা হযেছে। তিনি এখন আশঙ্কামুক্ত। ২৪ ঘণ্টা পর তাকে কেবিনে নেওয়া হবে।

আহতরা জানান, ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ঘনিষ্ট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা সুহেল।

গত রোববার ডাকসু ভবনে ভিপি নুরের কক্ষের বাতি নিভিয়ে সঙ্গীসহ ভিপি নুরকে রক্তাক্ত করা হয়। ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা বর্বর এ হামলা চালায়।

এদিনই সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। পরে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে।

এ হামলায় ৩২ জনকে ঢামেক এ ভর্তি করা হয়। এর মধ্যে ৫ জন এখনো হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় ৪৩ জনকে আসামি করে মামলা করে পুলিশ। মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনসহ তিনজনকে রিমান্ডে নিয়েছে গোয়েন্দারা।


ঢাকা/মাকসুদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়