ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্টেট ইউনিভার্সিটিতে ৩ সাংবাদিককে সম্মাননা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টেট ইউনিভার্সিটিতে ৩ সাংবাদিককে সম্মাননা

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় স্টেট ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি দেশের তিনজন গুণী সাংবাদিককে সম্মাননা দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম স্কলার্স ইনে ‘সুজা সম্মাননা ২০২০’ প্রদান করা হয়।

মাছরাঙা টিভির অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ‘অনুসন্ধান’-এর জন্য সম্মাননা পেয়েছেন বদরুদ্দোজা বাবু, ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর জন্য সম্মাননা পেয়েছেন মুনজুরুল করিম পলাশ এবং জাতীয় দৈনিক প্রথম আলোতে অনুসন্ধানী সংবাদসহ নানা দুর্নীতি নিয়ে সিরিজ প্রতিবেদন প্রকাশ করায় সম্মাননা পেয়েছেন শরিফুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান আবু তাহের খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

এসময় সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির।

বদরুদ্দোজা বাবু সুজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের সবকিছু জানতে হয়। অন্য বিষয়ের চেয়ে এই বিষয়ের পার্থক্য এখানেই। সাংবাদিকদের সাহসী হতে হয়।’

মুনজুরুল করিম বলেন, ‘অনুসন্ধানী রিপোর্টের নতুন ধারা এখনো তৈরি হয়নি। তালাশের পর যা কিছু হচ্ছে সব একই রকম, দু’একটি বাদ দিয়ে। একই আইডিয়া নিয়ে কাজ করলে সমস্যা নেই। কিন্তু নতুন আইডিয়া বেশি দরকার।’

শরিফুল হাসান বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে অনেক হুমকির মুখে পড়তে হবে, তবুও কাজ করতে হবে। যেটাই করেন, সততার সাথে করতে হবে।’

ড. আনোয়ারুল কবির বলেন, ‘তাঁদের মতো তিনজন বড় মাপের সাংবাদিককে সম্মাননা দিতে পেরে স্টেট ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি এবং বিশ্ববিদ্যালয় গর্বিত। তাঁদের অনুসন্ধানী রিপোর্ট থেকে নতুনদের অনেক কিছু শেখার আছে।’

অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘সাংবাদিকতা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সেটা বেশি দিন থাকবে না। আজকে যেমন আনন্দের দিন, তেমনি বেদনার দিন। যে তিনজন সাংবাদিককে আমরা সম্মাননা দিয়েছি, তারা পরাধীন সাংবাদিকতার উদাহরণ।’

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান প্রভাষক সাহস মোস্তাফিজ, প্রভাষক নাসরিন আক্তার, রিফাত সুলতানা, জেনিফার কামাল এবং রাগিব রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সুজার বর্তমান সভাপতি সুপ্রিয় সিকদার, সাধারণ সম্পাদক গোলাম ওয়াদুদসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

 

এসইউবি/ওয়াদুদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়