ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তৌহিদুল বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৌহিদুল বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

মৌলভীবাজারের ছলিমগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও ৭ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মুহিবুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীনগর ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক বাদশা। বিশেষ অতিথি ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেলসহ অনেকেই।

জানা যায়, ছলিমগঞ্জের তৌহিদুল ইসলাম চৌধুরী আলীনগর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় নারী শিক্ষা বিস্তারে ২০১৯ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের সূচনালগ্নে ৬ষ্ঠ শ্রেণিতে ৪৮ জন ও ৭ম শ্রেণিতে ১২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

আগামী শনিবার থেকে বিদ্যালয়টিতে পাঠদান শুরু হবে বলে জানান প্রধান শিক্ষক আহসান কবির চৌধুরী রিপন।


মৌলভীবাজার/সোমেল আহমেদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়