ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘র‌্যাগিংয়ে অভিযোগ সত্য হলে ছাত্রত্ব বাতিল’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘র‌্যাগিংয়ে অভিযোগ সত্য হলে ছাত্রত্ব বাতিল’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‌্যাগিং ও মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে আহ্বায়ক করে ২৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. একরামুল হামিদ, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রাধ্যক্ষ রুকসানা বেগম, মোর্বারা সিদ্দিকা, জুলকার নায়েন ও রওশন জাহিদ, ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহকারি প্রক্টর হাসানুর রহমান, সালাহ্ উদ্দিন, গাজী তৌহিদুর রহমান, শিবলী ইসলাম, হুমায়ন কবির, রবিউল ইসলাম, আবু সাঈদ মো. নাজমুল হায়দার, লিয়াকত আলী, মনিরুজ্জামান, সুমন হোসেন, এস এম মোখলেসুর রহমান ও সেলিম রেজা এবং বি.এন.সি.সি’র অফিসার কমান্ডিং অধ্যাপক শেহনাজ ইয়াসমিন।

র‌্যাগিংয়ে না জড়ানোর আহ্বান জানিয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নেই বললেই চলে। তবুও র‌্যাগিং ও মাদকের বিরুদ্ধে এ কমিটি সর্বদা সচেতন থাকবে। মাইকিং করে হলে ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সচেতন করা হবে। ক্যাম্পাসে র‌্যাগিং ও মাদক বিরোধী সমাবেশ এবং র‌্যালি করা হবে। প্রতিটি বিভাগে চিঠি পাঠানো হবে, যাতে করে কেউ র‌্যাগিংয়ে না জড়ায়। এছাড়া র‌্যাগিংয়ে অভিযোগের সত্যতা পেলে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হবে।’


রাবি/সাইফুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়