ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে এনজিও ব্যুরোর মহাপরিচালক কেএম আবদুস সালাম ও এনবিআরের কমিশনার অব কাস্টমস ও ভ্যাট ড. মইনুল খান সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।

শনিবার ঢাকার ফর্টিস স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত পিকনিক ও এজিএমে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর মো. দেলোয়ার হোসেন, এইমস এর প্রধান নির্বাহী  ইয়াওয়ের সাইদ, ডিআইজি মন্জুর কাদের খান এবং কর কমিশনার আতিয়ান নাহার।

সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন পুলিশ সুপার মো. মতিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক অতিরিক্ত সচিব নীলিমা আক্তার এবং দপ্তর সম্পাদক হন ইউজিসি-র সিনিয়র সহকারী সচিব ড. মুহিবুল আহসান।

প্রফেসর রমজুল হকের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট এজিএম সাবকমিটি ২০২০-২০২১ সালের জন্য নতুন ৪১ সদস্য বিশিষ্ট অ্যালামনাই কমিটির নাম ঘোষণা করলে তা সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

এজিএমে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি ঢাকা স্টক এক্সচেন্জের সাবেক এমডি কাজী মাজেদুর রহমান।

সভায় সরকারের সিভিল, মিলিটারি,ব্যবসাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত এলামনাই অ‌্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


ঢাকা/ইয়ামিন/সাইফ   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়