ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্ষুদে শিক্ষার্থীদের বৃত্তির ফল আজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষুদে শিক্ষার্থীদের বৃত্তির ফল আজ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার।

আজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। একই সঙ্গে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফলাফলও প্রকাশ করার কথা রয়েছে।

মঙ্গলবার বেলা ৩টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল প্রকাশ করবেন।

জানা গেছে, ২০১৯ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফলের ভিত্তিতে এ বৃত্তির ফল তৈরি করা হয়েছে ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেধা কোটায় বৃত্তিপ্রাপ্তরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে ৩০০ টাকা এবং আর সাধারণ কোটায় ২২৫ টাকা করে বৃত্তির অর্থ পাবে।


ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়