ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাবির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নবীনবরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নবীনবরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিভাগের নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, ওয়ালটনের নির্বাহী পরিচালক ও রাইজিংবিডি ডটকম এর প্রকাশক এস. এম. জাহিদ হাসান এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড-এর চেয়ারম্যান ও সিইও প্রকৌশলী মো. রবিউল আলম।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা আল মামুনের সভাপতিত্বে বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে ইলেকট্রনিক ও বৈদ্যুতিক শিল্পের গুরুত্ব তুলে ধরেন।


ঢাকা/খালেদ সাইফুল্লাহ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়