ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঢাবির সান্ধ্যকোর্স বাতিলে ১৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির সান্ধ্যকোর্স বাতিলে ১৫ সদস্যের কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স সংক্রান্ত কমিটি গঠন এবং তা অনুমোদন দিয়েছে সিন্ডিকেট।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাষা শিক্ষা কোর্স এবং বিভিন্ন প্রকল্প ও সেন্টারসমূহ পরিচালিত প্রশিক্ষণ কোর্স ব্যতীত অন্য সান্ধ্যকালীন/অনিয়মিত কোর্সসমূহে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ও ভর্তি বিষয়ে বিজ্ঞপ্তি প্রদান আগামী পাঁচ সপ্তাহ স্থগিত থাকবে।

গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক পরিষদের সভার ওই সিদ্ধান্ত মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে।

সভায় সান্ধ্যকালীন/ অনিয়মিত কোর্স সংক্রান্ত বিধিমালা প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহবায়ক করে ১৫-সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, কলা অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, জীববিজ্ঞান অনুষদের ডিন, ফার্মেসি অনুষদের ডিন, আর্থ অ‌্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন, ইঞ্জিনিয়ারিং অ‌্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, চারুকলা অনুষদের ডিন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক।

 

ঢাক/ইয়ামিন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়