ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

করোনাভাইরাস আতঙ্কে আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ঢাকা বিশ্ববিদ‌্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সিদ্ধান্তের আওতায় আগামী ২৮ মার্চ (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।  তবে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে এক জরুরি বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান এ ঘোষণা দেন।

ভিসি বলেন, আগামী ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।  ১৭ মার্চের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কর্মসূচি চলবে। প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।  তবে সরকার যদি জাতীয় স্বার্থে কোনো সিদ্ধান্ত নেয় সেটি বিশ্ববিদ্যালয় বিবেচনা করবে।

তিনি বলেন, করোনাভাইরাস একটি গ্লোবাল ইস্যু।  যে সময়টি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে সেটি আমরা মেকআপ করবো, পরে ভ্যাকেশন থেকে যাতে শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত না হয়।  সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট ও বিভাগের চেয়ারম্যানরা অংশ নেন।


ঢাকা/ইয়ামিন/ইভা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ