ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হল ছাড়ছেন রাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হল ছাড়ছেন রাবি শিক্ষার্থীরা

করোনা সংক্রমণের শঙ্কায় দেশের সকল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তাই বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রশাসনের নির্দেশের পর মঙ্গলবার সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। কেউ ট্রেনে, কেউ বা বাসে করে ছুটছেন বাড়ির উদ্দেশ্যে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘করোনা আতঙ্কে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে পরবর্তী সিদ্ধান্ত নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।’

প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘আগামীকাল বুধবার বিকেল ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ৩১ মার্চ ছুটি শেষ হলে সকাল ১০টায় আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।’

মতিহার হলের আবাসিক শিক্ষার্থী ও ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র সুজন আলী। তিনি বলেন, ‘আমাদের মাস্টার্সের পরীক্ষা মাত্র একটা বাকি ছিল। কিন্তু এ ছুটিতে আমাদের পরীক্ষা পিছিয়ে গেল। আবার কবে বিশ্ববিদ্যালয় খুলবে এবং পরীক্ষা হবে সেটির কোনো নিশ্চয়তা নেই। কিন্তু কিছু করার নেই। আগে তো জীবন বাঁচাতে হবে। তাই প্রশাসনের নির্দেশে হল ছেড়ে চলে যেতে হচ্ছে।’

মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী মরিয়ম খাতুন বলেন, দেশব্যাপী করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেটির সংক্রমণ থেকে রক্ষা পেতে হল ছাড়তে হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেলেই যে আমরা নিরাপদ, তা কিন্তু নয়। সর্বদা আমাদের সচেতন থাকতে হবে।’

উল্লেখ্য, নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রথমে চীনে ধরা পড়ে। পরবর্তী সময়ে ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং মহামারি আকার ধারণ করে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে প্রায় ৩ হাজার ২১৩ জন মানুষ মারা গিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশেও শনাক্ত হয়েছে এ রোগটি।


রাবি/সাইফুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়