ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেবা নেওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেবা নেওয়ার পরামর্শ

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না এসে অনলাইনে সেবা নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এ পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/প্রতিষ্ঠানসমূহকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার এবং স্বাস্থ্যঝুঁকির কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এ সময়ে সংশ্লিষ্ট কলেজসমূহের সব শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে নিজ বাড়িতে অবস্থান করে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সেবাগ্রহীতাদের স্বশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না এসে প্রয়োজনে অনলাইনের মাধ্যমে সেবা গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হলো।

 

গাজীপুর/হাসমত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়