ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সেপ্টেম্বর পর্যন্ত পেছাচ্ছে এইচএসসি পরীক্ষা?

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেপ্টেম্বর পর্যন্ত পেছাচ্ছে এইচএসসি পরীক্ষা?

ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত ২২ মার্চ এ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক না হলে সেপ্টেম্বর মাস পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পরিপ্রেক্ষিতে এইচএসসি পরীক্ষা কত দিন স্থগিত থাকবে, জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘পরীক্ষা নিতে হলে অবশ্যই আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। কারণ, পরীক্ষার কেন্দ্র তো প্রতিষ্ঠাননির্ভর। তাই যত দিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না তত দিন পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে যদি সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে তাহলে পরীক্ষা তত দিন স্থগিত রাখতে হবে। এছাড়া, এখনো বিকল্প কোনো চিন্তা করা হয়নি।’

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক বলেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনোভাবেই এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না।’

তিনি বলেন, ‘আগে তো শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। তার পরে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করতে হবে। এর আগে পরীক্ষা শুরু করা অসম্ভব। পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা করা হবে।’


ঢাকা/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়