ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

এমপিওভুক্তির আবেদনের সময় বাড়ালো মাউশি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমপিওভুক্তির আবেদনের সময় বাড়ালো মাউশি

নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করছেন। তবে কারিগরি সমস্যার কারণে অনেকে আবেদন করতে পারছেন না। এ সমস্যার কথা বিবেচনা করে আবেদনের সময় এক দিন সময় বাড়ানো হয়েছে।

সোমবার (৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেছেন, ‘নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আবেদনের সময়সীমা আগামী ৪ মে পর্যন্ত নির্ধারিত আছে। কেউ কেউ আবেদন সম্পন্ন করতে পারেননি বলে শোনা যাচ্ছে। এ কথা বিবেচনা করে আবেদন প্রক্রিয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।’

সময় বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম রনি বলেছেন, ‘সময় বাড়ানোর সিদ্ধান্তে শিক্ষকরা আনন্দিত।’


ঢাকা/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়