ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষকের মৃত্যু

অধ্যাপক ড. শাকিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।  তিনি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক ছিলেন।

রোববার (৩১ মে) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাকিল মারা গেছেন।  বিভাগের এক শিক্ষকের মাধ্যমে আমি বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আবুল খায়ের ভবনে আবাসিক থাকতেন।  আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী বলেন, ‘ওই শিক্ষক ২৫ রমজানের দিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য তিনি আমাদের মাঝে আর নেই। আমরা শোকাহত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’


ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়