ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

ইবিতে গাছ কাটা দুর্নীতি তদন্তে কমিটি

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৮ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবিতে গাছ কাটা দুর্নীতি তদন্তে কমিটি

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাছ কাটা নিয়ে দুর্নীতি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার দুপুরে তদন্ত কমিটি গঠন করে।

 

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমানকে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইনকে সদস্য করা হয়েছে।

 

তাদের আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের ২৬৮টি মরা গাছ টেন্ডারের মাধ্যমে মাত্র ১ লাখ ৩২ হাজার টাকায় বিক্রি করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লোকমান হাকিমের সহায়তায় মরা গাছের সঙ্গে অনেক জীবিত গাছও কাটার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তদন্ত কমিটি গঠন করেছেন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার জানান, এ বিষয়ে তারা একটি তদন্ত কমিটি করে তাদের ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/২৯ জুন ২০১৫/কাঞ্চন কুমার/বকুল

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাছ কাটা নিয়ে দুর্নীতি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়