জাবিতে পাখি মেলা অনুষ্ঠিত
জাবি সংবাদদাতা : নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৭তম ‘পাখি মেলা ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী পাখি মেলা সমাপ্ত হয়।
ক্যাম্পাসের লেকগুলো পাখি শূন্য হলেও পাখি মেলা দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। দূর-দূরান্ত থেকে অনেকে অতিথি পাখি দেখতে ক্যাম্পাসে ছুটে আসেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
দিনব্যাপী মেলায় পাখি দেখা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, ছবি আঁকা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, পাখিচেনা প্রতিযোগিতা, কুইজ, পুরস্কার বিতরণী প্রভৃতি অনুষ্ঠিত হয়।
পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সালে ক্যাম্পাসে প্রথমবারের মতো পাখি মেলা অনুষ্ঠিত হয়। প্রথম দুইবার মেলার আয়োজন করে বাংলাদেশ বার্ড ক্লাব। এরপর থেকে জাবির প্রাণিবিদ্যা বিভাগ পাখি মেলার আয়োজন করে আসছে।
রাইজিংবিডি/সাভার/১৯ জানুয়ারি ২০১৮/তহিদুল ইসলাম/বকুল
রাইজিংবিডি.কম