ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

কুবিতে সায়েন্স ক্লাবের ৪র্থ বর্ষপূর্তি

বিশ্ববিদ‌্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১২, ২৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুবিতে সায়েন্স ক্লাবের ৪র্থ বর্ষপূর্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সায়েন্স ক্লাবের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তা শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সায়েন্স ক্লাবের সভাপতি জোহায়ের তানভীর রাফি, সাধারণ সম্পাদক তন্ময় কুমার সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থীরা।

উপাচার্য বৃক্ষের চারা রোপণ ও কেক কাটার মধ্য দিয়ে সায়েন্স ক্লাবের কর্মসূচির শুভ সূচনা করেন।


কুবি/নাজমুল হাসান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়