ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

সিলেটে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ফলাফল রোববার প্রকাশিত হয়েছে।

করোনাকালে প্রকাশিত এ ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে।

এ বছর এ বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ, যা গত বছরের চেয়ে ৭ দশমিক ৯৬ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ।

একই সঙ্গে এ বছর বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও। জিপিএ-৫ পেয়েছে ৪২৬৩ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে ১৫০৬ বেশি। গত বছর জিপিএ-৫ পেয়েছিল  ২৭৫৭ শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ২০৮১ জন ছেলে এবং ২১৮২ জন মেয়ে।

রোববার (৩১ মে) বেলা ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ। তিনি ফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এবার সার্বিক ফলে পাসের হার এবং জিপিএ-৫ গতবারের চেয়ে অনেক বেড়েছে।’

বোর্ডের অধীনে ৯১২ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ ১৬ হাজার ১০৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯১ হাজার ৪৮০ জন। পাসকৃতদের মধ্য ছাত্র ৩৯ হাজার ৫০৪ জন ও ছাত্রী ৫১ হাজার ৯৭৬ হাজার জন। শতভাগ পাসকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩।

পাসের হারের দিক থেকে বরাবরের মতো এবারও এগিয়ে রয়েছে ছেলেরা। তবে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এগিয়ে আছে মেয়েরা। বোর্ডে ছেলেদের পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৪৬।

বিজ্ঞান বিভাগে ২১ হাজার ৬০২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৫৪২ জন। পাসের হার ৯০ দশমিক ৪৬ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পায় ৩৯৩২ জন। অবশ্য গত বছর বিজ্ঞানে পাসের হার ছিল ৯৪ দশমিক ১৭ শতাংশ।

 মানবিকে ৮৪ হাজার ২৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৩ হাজার ১৮ জন। পাসের হার ৭৪ দশমিক ৭৬ শতাংশ। গত বছর এ বিভাগে পাসের হার ছিল ৬৩ দশমিক ০৫ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭০ জন।

 বাণিজ্যে ১০ হাজার ২০৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ৯২০ জন। পাসের হার ৮৭ দশমিক ৪০ শতাংশ। গত বছর এ বিভাগে পাসের হার ছিল ৭৭ দশমিক ২৫ শতাংশ। সেই তুলনায় এবার বাণিজ্যেও পাসের হার বেড়েছে। এ বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন শিক্ষার্থী।

এগিয়ে সিলেট, পিছিয়ে হবিগঞ্জ : মাধ্যমিকে সিলেট বোর্ডের জেলা ভিত্তিক সার্বিক ফলাফলে বরাবরের মতো এগিয়ে রয়েছে সিলেট। এ জেলায় ৪৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৫ হাজার ৩০৭ জন। পাসের হার ৮০ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন শিক্ষার্থী।

মৌলভীবাজার জেলার ২৪ হাজার ৩৯৫জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৭৩১ জন। জেলায় পাসের হার ৭৯ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৬৫ জন। সুনামগঞ্জ জেলায় ২৪ হাজার ৯৩০ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ১৯ হাজার ৫৯৪ জন; পাসের হার ৭৯ দশমিক ২৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন।

আর হবিগঞ্জ জেলায় ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৬ হাজার ৮৪৮ জন। জেলায় পাসের হার ৭২ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন।

কোন গ্রেডে পাস করলেন কতজন : জিপিএ-৫ ছাড়াও সিলেট শিক্ষা বোর্ডের পাসকৃতদের মধ্যে ‘এ’ গ্রেডে ১৮ হাজার ৮০২ জন, ‘এ মাইনাস’ গ্রেডে ২০ হাজার ৯২ জন, ‘বি’ গ্রেডে ২৫ হাজার ৩৭৪ জন, ‘সি’ গ্রেডে ২২ হাজার ৪০৭ জন এবং ‘ডি’ গ্রেডে ৫৪২ জন শিক্ষার্থী পাস করেছে। এ বছর পাস করতে পারেনি ২৪ হাজার ৬২৪ জন এবং ১২ শিক্ষার্থী বহিষ্কার হয়েছিল।

শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে দ্বিগুণ: এবার সিলেট শিক্ষাবোর্ডের শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। বোর্ডের অধিনে ৯১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টিতে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে; যেখানে গত বছর এ সংখ্যা ছিল ২২-এ। তবে শতভাগ ফেলকৃত কোন প্রতিষ্ঠান এবারও নেই।

 

সিলেট/বুলাকী

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়