ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ছুটির আওতামুক্ত কওমি মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১ অক্টোবর ২০২০   আপডেট: ১০:৩৪, ২ অক্টোবর ২০২০
ছুটির আওতামুক্ত কওমি মাদ্রাসা

করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।  তবে, কওমি মাদ্রাসাকে এর আওতামুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। 
তথ‌্য কর্মকর্তা বলেন, ‘বিশ্বব্যাপী চলমান করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।  তবে, এই সময়ের মধ্যে কওমি মাদ্রাসা খোলা থাকবে।  পরবর্তী যেকোনো সিদ্ধান্ত পরে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে, শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘কওমি মাদ্রাসার বেশিরভাগ শিক্ষক-শিক্ষার্থী আবাসিক।  তাদের যে শর্ত দেওয়া হয়েছে, তা মানতে হবে।  স্বাস্থ্যবিধি মানতে হবে।  তাদের প্রতি নিয়মিত খেয়াল রাখছি। ’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরো পড়ুন:

প্রসঙ্গত, করোনার কারণে গত ১৮ মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে খুদে শিক্ষার্থীদের পিএসসি-জেএসসি পরীক্ষা।  গত ১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসএসসি পরীক্ষা। একই কারণে এই পরীক্ষাও স্থগিত আছে।  আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

ইয়ামিন/এনই  

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়