ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিলেবাস হালনাগাদের আহ্বান ইউজিসির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:৪১, ১৬ নভেম্বর ২০২০
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিলেবাস হালনাগাদের আহ্বান ইউজিসির

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান প্রোগামের সিলেবাসগুলো হালনাগাদ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (১৬ নভেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক আদেশে এ আহ্বান জানানো হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রোগ্রাম অনুমোদনের শর্ত মোতাবেক প্রতিটি প্রোগ্রাম অনুমোদনের তারিখ হতে প্রতি ৪ বছর অন্তর অন্তর অনুমোদিত সিলেবাস কমিশন প্রণীত স্ট্যান্ডার্ড সিলেবাসের গাইডলাইন অনুসরণে হালনাগাদ করার জন্য ২০১৯ সালে নির্দেশনা দেওয়া হয়।

আরো পড়ুন:

উচ্চশিক্ষার কাঙ্ক্ষিতমান অর্জনের ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, বিষয়ে বৈচিত্র্য আনয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নবতর জ্ঞানের দিগন্ত উন্মোচন অপরিহার্য উপাদান। বৈশ্বিক প্রেক্ষাপট ও গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতকরণে জরুরি বলে কমিশন মনে করে। অনুমোদিত চলমান প্রোগামগুলো হালনাগাদ করার  জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইউজিসি।

ইয়ামিন/এসএম


সর্বশেষ

পাঠকপ্রিয়