ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

ইউজিসির সঙ্গে কাজ করতে আগ্রহী আমেরিকান দূতাবাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ৬ জানুয়ারি ২০২১  
ইউজিসির সঙ্গে কাজ করতে আগ্রহী আমেরিকান দূতাবাস

উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে যৌথভাবে কাজ করতে একটি সমঝোতা স্মারক সই করতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশন।

বুধবার (৬ জানুয়ারি) ইউজিসিতে আমেরিকান দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মধ্যে এক আলোচনা সভায় এ আগ্রহের কথা জানায় তারা।

এসময় ইউজিসি সদস্য অধ‌্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ ও ড. মো. আবু তাহের উপস্থিত ছিলেন। অপরদিকে, আমেরিকান দূতাবাসের পক্ষে ছিলেন কালচারাল অ্যাফেয়ার্স অফিসার খাদিজা মাহামুদ ও কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা।

আরো পড়ুন:

ইউজিসি সূত্র জানায়, আলোচনায় একাডেমিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ ও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নবীন শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান, উচ্চশিক্ষা ক্ষেত্রে অনলাইনভিত্তিক মূল্যায়ন এবং ইউজিসির মাধ্যমে ফুলব্রাইট স্কলারশিপ ও ফেলোশিপ দিতে তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। 

ঢাকা/ইয়ামিন/এসএন 


সর্বশেষ

পাঠকপ্রিয়