ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৮ মার্চ ২০২১  
কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা শুরু

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া)-এর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (১৮ মার্চ)। চলবে ২৫ মার্চ পর্যন্ত। এতে একসঙ্গে ৬ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেফাক  থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, সারাদেশে মোট ১ হাজার ১৮৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যেসব শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে, সেগুলো হলো, ফজিলত (স্নাতক), সানাবিয়া (উচ্চমাধ‌্যমিক), মুতাওয়াসসিতাহ (মাধ‌্যমিক), ইবতেদাইয়্যাহ (পঞ্চম শ্রেণি), তাহফিজুল কুরআন (হিফজ বিভাগ) ও  ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরাআত মারহালা (কারি বিভাগ)। 

এই ছয় শ্রেণিতে মোট মোট ২ লাখ ৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ লাখ ২ হাজার ৫৮৪ জন ।  ছাত্রী সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪০৯ জন।

আরো পড়ুন:

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার । পরে অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কওমি মাদ্রাসা খোলার অনুমতি দেয় সরকার।

ইয়ামিন/এনই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়