রিটকারী ২৫০০ শিক্ষক নিয়োগ স্থগিত করেনি আদালত
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী আড়াই হাজার জনকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এনটিআরসিএ হাইকোর্টের দেওয়া এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন আপিল বিভাগে। শুনানি শেষে আজ মঙ্গলবার (২২ জুন) দুপুরে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার আদালত। আগামী ২৭ জুন হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত এ আদেশ দেন।
আরও পড়ুন: ৫৪ হাজার শিক্ষক নিয়োগ: সুখবর শোনালেন সচিব
বিষয়টি নিশ্চিত করেছেন চাকরি প্রত্যাশীদের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া। তিনি বলেন, আগামী ২৭ জুন এ বিষয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানি হবে। আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল। চাকরি প্রত্যাশীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এনটিআরসিএ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থী যারা আদালত অবমাননার মামলা করেছেন, তাদের বিষয়ে গত ৩১ মে আদেশ দেন হাইকোর্ট। রিটকারীদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএর প্রতি নির্দেশ দেন হাইকোর্ট।
ইয়ামিন/বকুল