ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ গ্রহণযোগ্য নয়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৮ জুন ২০২১  
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ গ্রহণযোগ্য নয়’

‘অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

তিনি বলেন, ‘২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। যা দেশের উচ্চশিক্ষা প্রসারের অন্যতম অংশীদার ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়’ এর সঙ্গে সংশ্লিষ্ট সব মহল এবং শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী ট্রাস্ট্রের অধীনে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত। ট্রাস্ট আইন ১৮৮২ অনুযায়ী ট্রাস্ট্রের অধীনে পরিচালিত হওয়ার অলাভজনক প্রতিষ্ঠান করযোগ্য নয়।’ 

সোমবার প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অফিসার’স অ্যাসোসিয়েশনস (পুপরোয়া) উদ্যোগে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: বর্তমান বাস্তবতা’ শীর্ষক ওয়েবমিনারে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনস (পুপরোয়া) এর সভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালক (জনসংযোগ) মনিরুল ইসলাম রিন্টু।

ওয়েবিনারে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিনিয়র উপদেষ্টা ও ইউল্যাবের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুপরোয়ার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ) ড. এ কে এম শামসুল আরেফিন। অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন পুপরোয়’র সাধারণ সম্পাদক আবু সাদাত।

ইয়ামিন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়