সহযোগী অধ্যাপক পদে ১০৮৪ জনের পদোন্নতি
বিসিএস (শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৮৪ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে অর্থনীতি বিষয়ের ৭৩ জন, আরবির ৩ জন, আরবি ও ইসলামি শিক্ষার ২ জন, ইসলাম শিক্ষার ৭ জন, ইসলাম শিক্ষা ও সংস্কৃতির ৬৭ জন, ইংরেজির ৭৭ জন, ইতিহাসের ৬২ জন, উদ্ভিদবিদ্যার ৬৮ জন, কৃষি বিজ্ঞানের ৬ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, গণিতের ৬৫ জন, দর্শনের ৬৮ জন, পদার্থবিদ্যার ৮২ জন, পরিসংখ্যানের ৭ জন, প্রাণিবিদ্যার ৫৫ জন, বাংলার ৫৫ জন, ব্যবস্থাপনার ৭৩ জন, ভূগোলের ১৮ জন, মনোবিজ্ঞানের ৮ জন, রাসায়নের ৭৬ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৮১ জন, সমাজকল্যাণের ২৭ জন, সমাজ বিজ্ঞানের ১১ জন, সংস্কৃতের ২ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাকিংয়ের ১ জন এবং হিসাববিজ্ঞানের ৬৫ জন।
এছাড়া, টিচারস ট্রেনিং কলেজের (টিটিসি) ইসলামি আদর্শ বিষয়ের ১ জন, ইংরেজির ২ জন, ইতিহাসের ২ জন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ৪ জন, গার্হস্থ বিজ্ঞানের ১ জন, গণিতের ২ জন, প্রফেশনাল ইথিক্সের ১ জন, বাংলার ১ জন, ভূগোলের ২ জন, রাষ্টবিজ্ঞানের ২ জন, বিজ্ঞানের ১ জন এবং শিক্ষার ৫ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া এসব শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
ইয়ামিন/রফিক