‘সিদ্ধান্ত নিতে হবে আগামীর দেশ কীভাবে চলবে’
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের (বিএমজিটিএ) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জহির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠাম সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উম্মে কুলসুম স্মৃতি বলেন, ‘একাত্তরে পাকবাহিনীর হত্যাযজ্ঞ, ’৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনককে হত্যা, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা একই ধারাবাহিকতা। বাংলাদেশকে মেধা আর নেতৃত্ব শূন্য করাই তাদের মূল লক্ষ্য ছিল। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীর দেশ কীভাবে চলবে, কীভাবে মঙ্গল হবে।’
তিনি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করায় বিএমজিটিএ'র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি জেনারেল শিক্ষকদের যৌক্তিক দাবীসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনারও আশ্বাস দেন।
ভার্চ্যুয়াল সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী বেলাল, ড. মো. মোখলেছুর রহমান, মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি ড. মু. জাকির হোসেন, মো. আমির উদ্দিন, মোছা. মাহবুবা বেগম, এটিএম মাহাবুবুল আলম মজুমদার, মো. হোসনি মোবারক, হুমায়ুন কবির তালুকদার, মো. আকতার হোসেন, তাসলিমা মুন্নি, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. ওয়ালিদ হোসেন, যুগ্ম মহাসচিব মো. আতাউর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মাসুদা সুলতানা, মো. গোলাম মোস্তফা, আলী নুর হোসেন বিপ্নব, আব্দুল হালিম, আব্দুস সোবহান, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, মো. আব্দুল মান্নান লোটাস প্রমুখ।
ইয়ামিন/সনি