ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে আবর্জনা পেলেই ব‌্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:২০, ১২ সেপ্টেম্বর ২০২১

কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ‌্যমান ময়লা-আবর্জনা পেলেই ইনস্ট‌্যান্ট ব‌্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,  ‘করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ‌্যবিধি মেনে চলতে হবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ‌্যমান ময়লা-আবর্জনা পাওয়া যায়, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ইনস্ট‌্যান্ট ব‌্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন:

অভিভাবকদের উদ্দেশ্যে ডা. দীপু মনি বলেন, ‘কোনো অভিভাবক যেন স্কুলের ভিতরে এসে ভিড় জমান। একান্তই যদি কাউকে ভিতরে অবস্থান করতে হয় তাহলে অবশ্যই শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান করবেন।’

ডা. দীপু মনি আরও বলেন, ‘বন্যাকবলিত অঞ্চলগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা প্রদানের বিষয়ে আমাদের ভিন্ন পরিকল্পনা ছিল। কিন্তু আশা করছি বন্যা পরিস্থিতি অতোটা খারাপের দিকে যাবে না। তাই আমাদেরকেও নতুন আর পরিকল্পনা নেয়ার প্রয়োজন হবে না।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (স্কুল) বেলাল হোসাইন, আজিমপুর গার্লস স্কুল অ‌্যান্ড কলেজের প্রিন্সিপাল ও অন্যান্য শিক্ষক।

ইয়ামিন/বুলাকী


সর্বশেষ

পাঠকপ্রিয়