জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এসব পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান। সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ১১ টার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাসহ, সব বর্ষের স্থগিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে বহাল রাখার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।
সে সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আখতারুজ্জামান শিক্ষার্থীদের বলেন, তোমরা ঘরে ফিরে পড়াশোনা কর। আজকের মধ্যেই তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। প্রক্টরের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা মানববন্ধন তুলে নেয়।
রেজাউল/ মাসুদ