ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল শিগগির

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৪ মার্চ ২০২২   আপডেট: ১৮:২১, ২৪ মার্চ ২০২২
৪০তম বিসিএসের চূড়ান্ত ফল শিগগির

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল শিগিগির প্রকাশ করা হবে। এ লক্ষ্যে কাজ করছে সরকারি কর্ম কমিশন। বৃহস্পতিবার (২৪ মার্চ) পিএসসির একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘৪০ তম বিসিএসের চূড়ান্ত ফল চলতি মাসেই প্রকাশ করতে কাজ চলছে। তবে কোনো কারণে সম্ভব না হলে তা আগামী মাসে প্রকাশ করা হবে।’

পিএসসির কর্মকর্তারা জানান, বর্তমানে ৪০ তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির শেষ মুহুর্তের কাজ চলছে। যা শেষ করতে আরও কয়েক দিন লাগবে। সেই হিসেবে চলতি মাসে চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ। আগামী মাসের প্রথম সপ্তাহে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।

আরো পড়ুন:

ইয়ামিন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়